সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ ৯ টি সেরা

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ ডিজিটাল মার্কেটিং। টাকা আয় করার জন্য ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু জনপ্রিয় শাখা রয়েছে যেমন: গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও মার্কেটিং, ভিডিও এডিটিং, এসইও ইত্যাদি।

image

আপনি সঠিক ক্যাটাগরিতে সবচেয় জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ করার জন্য এই আর্টিকেলটিতে a টু z গাইডলাইন পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। সেজন্য নিচের প্রতিটি পয়েন্ট খুব মনোযোগ সহকারে বুঝে নিন।

সূচিপত্র: সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ ৯ টি সেরা

জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজের প্রাথমিক গাইডলাইন ও সঠিক নিশ নির্বাচন

আপনারা জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ বলতে জানতে চাচ্ছেন কোন কাজের চাহিদা বেশি এবং সে কাজ শিখে টাকা আয় করা সহজ হবে।

আপনার এইরকম চিন্তাধারার জন্য আপনাকে স্বাগতম। যত দিন যাচ্ছে ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে আপনি যদি জেনে বুঝে কাজ শুরু করেন তাহলে সাফল্যের পার্সেন্টে অনেক এগিয়ে থাকবেন।

নিচে প্রায় ৯ টি সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ দেওয়া আছে এই কাজগুলো শিখে অবশ্যই আপনারা টাকা আয় করতে পারবেন তবে প্রয়োজন সঠিক গাইডলাইন।

চলুন কাজগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক এবং সর্বশেষে আমরা জানবো ফ্রিল্যান্সিং করে টাকা আয় - কাজ পাওয়ার জন্য গাইড লাইন।

ডাটা এন্ট্রি ও লিড জেনারেশন

আপনারা হয়তো হেডলাইন দেখে বুঝে যাচ্ছেন কাজের ধরুন এর পরও প্রতিটি কাজ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দেওয়া হলো।

ডাটা এন্ট্রি: ক্লাইন্ট বিভিন্ন তথ্য এম এস ওয়ার্ডে আপনাকে সংগ্রহ করতে বলবে এবং সে আপনাকে বলে দেবে এই এই তথ্যগুলো সংগ্রহ করে এভাবে লিস্ট করে দাও।

তখন আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তথ্যগুলো একটি ডকুমেন্ট আকারে পিডিএফ অথবা গুগল-ডকুমেন্ট ইত্যাদি মাধ্যমে ক্লায়েন্টকে সাবমিট করবেন।

লিড জেনারেশন: ধরুন আপনার একটি নার্সিং কলেজের শেয়ার আছে। এখন আপনার প্রয়োজন স্টুডেন্টের তাহলে কি করবেন?

আপনি এমন একজনকে হায়ার করবেন যে আপনার টার্গেটকৃত স্টুডেন্টদেরকে খুঁজে খুঁজে বের করবে। যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা কমপ্লিট করেছে।

লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির একসাথে উদাহরণ: আমি জাস্ট নার্সিং কলেজ দিয়ে উদাহরণ দিয়েছি তবে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানের এইরকম ব্যক্তিদের মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, ওয়েবসাইট, নাম ঠিকানা ইত্যাদি তথ্য খুঁজে বের করাই লিড জেনারেশনের কাজ।

এবং ডাটা এন্ট্রি ক্লায়েন্টের বিভিন্ন তথ্য তার চাহিদা অনুযায়ী কালেকশন করাই ডাটা এন্ট্রি।

ক্লাইন্ট আপনাকে বলল আমি তোমাকে একটি ওয়েবসাইট লিস্ট দিচ্ছি এখান থেকে তুমি আমাকে ইমেইল, ওয়েবসাইট নাম এবং ম্যানেজারের নামসহ কন্টাক এড্রেস কালেক্ট করে দাও।

আশা করি এ সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন।

ট্রেসক্রিপশন - ভাষা ট্রান্সলেট

এই কাজটি খুবই সহজ একটি কাজ আপনাকে ক্লাইন্ট কিছু ডকুমেন্ট প্রদান করবে এবং সে আপনাকে বলবে এই লেখাগুলো এই ভাষাতে তুমি ট্রান্সলেট করে দাও এবং ফরমেট গুলো ঠিক রাখবে।

এখন আপনি কি করব? যে কথা সেই কাজ সরাসরি গুগল ডকে প্রবেশ করবেন এবং লিখাগুলো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ভাষায় ট্রান্সলেট করে দিবেন এবং ফরমেট গুলো ঠিক করে দিবেন।

এখন আপনাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে ভাই এই কাজটা কিভাবে করব? আপনি আমাদের কন্টাক্ট পেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সকল সলিউশন প্রদান করব ইনশাআল্লাহ।

কনটেন্ট রাইটিং বা লেখালেখির কাজ

image

আপনি যে আর্টিকেলটি পড়ছেন এটাই একটি কন্টেন্ট। কনটেন্ট রাইটিং কি এটা বোঝা খুবই সহজ হয়ে গেল তাই না? আশা করি আপনি কন্টেন্ট রাইটিং বা লেখালেখির কাজ বুঝতে পেরেছেন।

এখন আপনি কিভাবে এই কাজটি করবেন? অবশ্যই আপনাকে কনটেন্ট লেখার জন্য প্রশিক্ষণ নিতে হবে।

তবে আমি ধরে নিচ্ছি আপনি কন্টেন্ট রাইটিং বিষয়টি বুঝতে পেরেছেন। কনটেন্ট রাইটিং করে মাসে লাখ টাকা আয় করা সম্ভব। হ্যাঁ, স্বপ্ন মনে হলেও এটাই সত্যি শুধু প্রয়োজন সঠিক গাইডলাইন এবং নিয়ম অনুযায়ী ধারাবাহিক কাজ।

বিশ্বাস না হলে আপনি গুগল করে দেখেন কি পরিমাণ ডিমান্ড বর্তমান সময়ে। এ বিষয়ে আমরা এ টু জেড গাইডলাইন প্রদান করে থাকি।

গ্রাফিক্স ডিজাইন - মার্কেটিং পয়েন্ট ১

গ্রাফিক্স ডিজাইন আমরা সচরাচর সবাই জানি এবং টুকটাক গ্রাফিক্সের কাজ করে থাকি যেমন ফেসবুকে স্টোরি দেওয়ার সময়, কারো জন্মদিনে গিফট কার্ড ইত্যাদি।

তবে আপনি যখন গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে টাকা আয় করবেন তখন আপনাকে একটি প্রশিক্ষণ নেওয়া লাগবে।

বর্তমানে গ্রাফিক্সের কাজের প্রচুর চাহিদা যেমন: লোগো ডিজাইন, বিজনেস কার্ড, সিভি কাভার ইমেজ ইত্যাদি।

আমি কিন্তু জাস্ট সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজগুলো সম্পর্কে সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি এবং পয়েন্টগুলো বলে যাচ্ছি।

আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলো জানাতে কমেন্ট করুন অথবা আপনি যে বিষয়ে এগোতে চাচ্ছেন সে সম্পর্কে কোন পরামর্শ কিংবা হেল্প লাগলে আমাদের যোগাযোগ পেজ থেকে যোগাযোগ করুন।

ভিডিও এডিটিং - মার্কেটিং বুঝে ভিডিও তৈরি

ভিডিও এডিটিং আপনারা প্রায় সকলেই জানেন। বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস এর ভিডিও ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্লাটফর্মে দেখে থাকেন।

এগুলোর প্রচুর পরিমাণ ডিমান্ড কারণ একটা ১৫ সেকেন্ড ২০ সেকেন্ড ভিডিওর উপর লক্ষ লক্ষ টাকার সেলস বা বিক্রি ডিপেন্ড করে।

আপনি যত ভালো মার্কেটিং বুঝে ভিডিওটা তৈরি করতে পারবেন তত আপনার ভিডিও এডিটিং সার্ভিসের চাহিদা বেড়ে যাবে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

বিভিন্ন কোম্পানি আছে যাদের কাছে এ পরিমাণ সময় নেই যে তারা প্রতিদিন একটা কিংবা দুইটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে।

তখন তারা এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে যে সকল ব্যক্তি এসইও ফ্রেন্ডলি ফটো বা ভিডিও কনটেন্ট তৈরি করতে পারে করে।

তখন তাদের সাথে একটা চুক্তি হয় তুমি এক মাস আমার এই এই সোশ্যাল মিডিয়াতে একটা অথবা দুইটা করে পোস্ট করবা তোমাকে আমি এত টাকা প্রদান করব।

সোশ্যাল মিডিয়া, ম্যানেজমেন্ট মানেই ফেইসবুক, ইউটিউব, প্রিন্টারেস, টিকটক, কুয়ারা ইত্যাদি প্ল্যাটফর্মে পোস্ট, কমেন্ট, শেয়ার ইত্যাদি কাজ পরিচালনা করা।

সোশ্যাল মিডিয়া এন্ড ক্যাম্পিং

এটা একটু প্রো লেভেলের কাজ এই কাজটা করার জন্য মার্কেটিং এর বেশ কিছু দক্ষতা অর্জন করতে হয়। এবং স্ক্রিপ্ট রাইটিং ফটোশপ এবং ভিডিও এডিটিং এ সকল দক্ষতা গুলোর প্রয়োজন হয়।

এই কাজটি এমন কাজ একজন ক্লায়েন্ট আপনাকে বলবে আমার এই বিজনেস আছে তুমি আমার জন্য একটি অ্যাড ক্যাম্পিং করবা যাতে আমার বিক্রি বৃদ্ধি হয়।

এই কাজগুলো সাধারণত ইকামার্স ব্যবসায়ী, ডাক্তার, রিয়েল এস্টেট ইত্যাদি প্লাটফর্মে বেশি হয় এবং কাজের চাহিদাও বেশি এবং পারিশ্রমিকে বেশি পাওয়া যায়।

ই-বুক, কোর্স বা সার্ভিস সেল

যদিও আপনাদের এই ফ্রিল্যান্সিং কাজের মধ্যে ই-বুক কোর্স বা সার্ভিস সেল পড়ে না। তবুও অনলাইনে এর চাহিদা অনেক তবে আপনি যদি টাকা আয় করার জন্য এই কাজটি করে থাকেন।

তাহলে আমি বলব আপনি এই প্রকল্পটি হাতে নিয়েন না। কারণ প্রতারণা করে টাকা আয় করার চাইতে ভিক্ষা করা অনেক ভালো।

তবে আপনার দক্ষতা আছে এবং আপনি মানুষকে ভ্যালু প্রদান করতে পারবেন। অন্যরা উপকৃত হবে তাহলে অবশ্যই আপনি এই সার্ভিসটি চালু করতে পারেন।

ওয়েব ডেভেলপমেন্ট - HTML-CSS

image

আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে এই আর্টিকেলটি পড়ছেন এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। এর ব্যাক ইন্ডে অসংখ্য কোডিং করা হয়েছে। এবং এক একটা ওয়েবসাইট দেখতে এক এক রকম, এর কারণ কোডিং।

যেমন: ফেসবুক, দারাজ, আলিবাবা, ফিহিমা, ঘরের বাজার ইত্যাদি এক একটা ওয়েবসাইট একেক রকম।

ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে কিংবা আপনার একটা ব্যবসা আছে আপনার চাহিদা অনুযায়ী আপনার ওয়েবসাইটের কাজটি সম্পন্ন করে দিবে।

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ

উপরে উল্লেখিত প্রতিটি কাজের চাহিদা অনেক। শুধু প্রয়োজন কাজ করার মানসিকতা এবং আমার কোন কাজটা করতে ভালো লাগে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কাজটা যখন শুরু করব অবশ্যই ধারাবাহিকতা এবং ধৈর্য নিয়ে করতে হবে।

আপনি যদি উপরের প্রতিটি পয়েন্ট পড়ে থাকেন তাহলে এবার আপনি ঠিক করুন আপনার কোন কাজটা করতে ভালো লাগে?

আলহামদুলিল্লাহ, আমরা সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পেলাম-সময়।

শেষ কথা বা উপসংহার

আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ কি? আমি কি কাজ দিয়ে শুরু করব? আমি বলব কনটেন্ট রাইটিং-ব্লগিং দিয়ে শুরু করুন এবং আপনার একটি লক্ষ্য নির্ধারণ করুন।

একদিকে আপনি কন্টেন্ট রাইটিং করে টাকা আয় করতে পারবেন এবং অন্যদিকে আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা অনেক সহজ হয়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিহিমা কোম্পানির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url